শরীরের অন্য অঙ্গের মতো থাইরয়েড গ্রন্থিতেও টিউমার বা ক্যানসার হতে পারে। থাইরয়েড গ্রন্থিতে টিউমার হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি। এ ধরনের ক্যানসারকে থাইরয়েড ক্যানসার বলে। থাইরয়েড গ্রন্থি বা এর অংশবিশেষ ফুলে ওঠা মানেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ক্যানসার নয়।
থাইরয়েড গ্রন্থির কোনো অংশের কোষ সংখ্যা অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেলে তাকে থাইরয়েড ক্যানসার বলে। গত তিন দশকে থাইরয়েড ক্যানসারের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও ক্যানসার যে কারও মধ্যে হতে। তবে নির্দিষ্ট কিছু ঝুঁকি, এটি হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়। এ ঝুঁকির কারণগুলোর মধ্যে নিম্নলিখিতগুলো অন্তর্ভুক্ত রয়েছে-