You have reached your daily news limit

Please log in to continue


২৪ ঘণ্টার ইসিজি কেন করা হয়

হার্ট অবিরাম স্পন্দিত হচ্ছে কি না, হৃৎস্পন্দন বা হার্টবিট দিয়েই তা বোঝা যায়। একজন পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক হৃৎস্পন্দন মিনিটে ৬০ থেকে ১০০ বার। শিশুদের এই হার বেশি। তবে হৃৎস্পন্দন সব সময় স্বাভাবিক সীমার মধ্যেই থাকবে, এমন নয়। হাঁটাচলা, দৌড়ঝাঁপ, খেলাধুলা, পরিশ্রম, আবেগ ও উত্তেজনায় হৃৎস্পন্দন বাড়ে। আবার বিশ্রাম ও ঘুমের সময় হৃৎস্পন্দন কম থাকে।

রোগবালাইয়ের কারণে কখনো ছন্দোবদ্ধ এই হৃৎস্পন্দনের অনিয়ম ঘটতে পারে। স্বাভাবিকের চেয়ে ধীর হতে পারে অথবা দ্রুত হতে পারে। অনিয়মিতও হতে পারে। হৃৎস্পন্দন যদি অস্বাভাবিক দ্রুত হয়, তাহলে বুক ধড়ফড় করে। আর যদি হৃৎস্পন্দন অস্বাভাবিক ধীরগতির হয়, তাহলে মাথা ঘোরা, মাথা ঝিমঝিম, হালকা লাগা, মাথা ঘুরে পড়ে যাওয়া বা অজ্ঞান হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। কারও কারও মাঝেমধ্যে, কম সময়ের বিরতিতে অথবা দীর্ঘ বিরতিতে এমন উপসর্গ হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন