ডিএনসিসির বর্জ্য প্রদর্শনী

ডেইলি স্টার প্রকাশিত: ১১ মে ২০২৪, ১৫:০৬

রাজধানীর গুলশান লেক থেকে একটি বাথটাব উদ্ধার করেছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। উদ্ধার হওয়া বাথটাবের পানিতে মিলেছে এডিস মশার লার্ভা।


এ ধরনের আরও সব বর্জ্য নিয়ে আজ শনিবার থেকে এক প্রদর্শনীর আয়োজন করেছে ডিএনসিসি।


ডিএনসিসির নগর ভবনের সামনে রাখা এসব বর্জ্য বিভিন্ন খাল ও বাড়ির ছাদ থেকে সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়েছে।


ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাল, ড্রেন ও অন্যত্র ফেলে দেওয়া এসব বর্জ্য নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।


মেয়র আতিকুল ইসলাম বলেন, 'আমাদের ডিএনসিসি এলাকার বিভিন্ন খাল থেকে ওঠানে বর্জ্য নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নগরবাসীকে দেখাতে চাই, তারা কী ধরনের বর্জ্য খালের ভেতরে ফেলছে। এটি একটি জনসচেতনতামূলক প্রদর্শনী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও