কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তেজগাঁওয়ে সড়ক থেকে ট্রাক উঠবে বহুতল টার্মিনালে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩, ১০:২৫

সড়কে ট্রাক রাখা নিয়ে দীর্ঘদিন থেকে ঝঞ্জাটের মধ্যে থাকা তেজগাঁওয়ের চেহারা পাল্টাতে এবার নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন; পুরনো এ সংকটের সমাধান হবে এবার বহুতল টার্মিনালে। 


এজন্য একসঙ্গে দেড় হাজার ট্রাক-কভার্ডভ্যান রাখা যাবে এমন একটি টার্মিনাল গড়ে তোলার পরিকল্পনা নিয়ে এগোতে শুরু করেছে উত্তর সিটি করপোরেশন। ঢাকা নগরীর মাঝখানে গড়ে ওঠা এক সময়ের এ শিল্পাঞ্চলে ব্হুতল এ টার্মিনাল করতে সাড়ে পাঁচ একর জায়গা বরাদ্দও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


আগামী জুলাইয়ের মধ্যে এটির কাজ শুরুর লক্ষ্য ধরে পরিকল্পনা এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছেন, তেজগাঁওয়ে বিটিআরসির ও গণপূর্ত মন্ত্রণালয়ের অব্যবহৃত জায়গা পেতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল ডিএনসিসি। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ওই জমি পাওয়া গেছে।


এ ট্রাক টার্মিনাল হলে নগরীতে সড়কেও আর ট্রাক রাখার প্রয়োজন পড়বে না বলে জানান বাংলাদেশ ট্রাক-কভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি মো. তোফাজ্জল হোসেন মজুমদার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও