কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


পরিচালকের অফিস যেমন হবে

ডিরেক্টর বা পরিচালক একটি কোম্পানির অন্যতম শীর্ষ পদ। অফিসে তাঁর কক্ষটির অভ্যন্তরীণ নকশা সেই পদের সঙ্গে মানানসই হতে হবে। অফিসস্পেসের একটি বড় অংশ ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কক্ষের জন্য নিবেদিত। কিছু অফিসে একটি সম্পূর্ণ ফ্লোর এমডির অফিসের জন্য বরাদ্দ থাকে, জানান অ্যারে আর্কিটেক্টসের প্রধান স্থপতি আল ইমরান। তিনি আরও জানান, অফিসের অভ্যন্তরীণ সজ্জা প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী হতে পারে।

পরিচালকের কক্ষের আসবাবের মধ্যে প্রথমেই আসে টেবিলের কথা। টেবিল বাছাইয়ের ক্ষেত্রে কক্ষের আয়তন খুব গুরুত্বপূর্ণ। টেবিলের সঙ্গে চেয়ারটিও হতে হবে মানানসই। এখন অনেক ধরনের আরামদায়ক চেয়ার পাওয়া যায়। চেয়ার এমন হওয়া উচিত যেন দীর্ঘক্ষণ বসে কাজ করা যায়। সেই সঙ্গে দর্শনার্থীদের চেয়ারগুলোও হতে হবে অন্যান্য নকশার সঙ্গে মানানসই। অনেক সময় আগত অতিথিদের বসার জন্য প্রয়োজন হয় সোফা। সোফাটি হতে পারে কাঠের তৈরি, চামড়ার অথবা ভেলভেটে মোড়া। অনেক সময় পরিচালকদের অফিসে কিছু ব্যক্তিগত জায়গার প্রয়োজন হয়। কক্ষে জায়গা থাকলে এ ধরনের একটি ব্যক্তিগত স্থান তৈরি করতে পারেন। নকশায় কিছু হালকা আসবাব, দেয়ালে আয়নাসহ ছোট ক্যাবিনেট থাকতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন