গরমে বাড়তে পারে ক্লাস্টার মাথাব্যথা
প্রথম আলো
প্রকাশিত: ০৬ মে ২০২৪, ১৭:০৩
ক্লাস্টার মাথাব্যথা একধরনের দীর্ঘমেয়াদি মাথাব্যথা। এটি পালাক্রমে হয় অর্থাৎ একবার হয়ে যাওয়ার পর রোগী বেশ কিছুদিন ভালো থাকে। এরপর আবার কোনো এক দিন হয়। তবে বর্তমানে প্রচণ্ড গরমের কারণে এমন মাথাব্যথার রোগীর কষ্ট বেড়েছে।
এ সমস্যা সাধারণত ছেলেদের বেশি হয়। কারণ, তাঁদের বেশি বাইরে বের হতে হয়। যাঁদের বয়স ২০ বা এর বেশি, তাঁদের ক্ষেত্রে এ ধরনের মাথাব্যথার আশঙ্কা বেশি। পরিবারের কারও একজনের থাকলে অন্যদের হওয়ার আশঙ্কা থাকে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- গরমে
- গ্রীষ্মের গরমে
- মাথাব্যথা