![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/mostofa-hossein-20240505095816.jpg)
দলীয় নির্দেশ অমান্যের হিড়িক
লোম বাছতে গিয়ে কম্বল উজাড়- এমনটাই মনে হতে পারে উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির ৭৩ নেতা-নেত্রীকে বহিষ্কারের সংবাদ দেখে। বহিষ্কার হওয়া নেতাদের মধ্যে ২৮ জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী, ২৪ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ২১জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। গত সংসদীয় নির্বাচনেও বহিষ্কার হয়েছেন অনেক নেতা-কর্মী। হয়েছেন সিটি করপোরেশন নির্বাচনেও। উপজেলা নির্বাচনের পর ঘনিয়ে আসবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সেটিও হবে বর্তমান সরকারের মেয়াদকালেই।
ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনেই অংশ নেবে না। বলা প্রয়োজন যে কোনো বড় দলের বৃহৎ একটি অংশ ইউনিয়ন পর্যায়ের। তাহলে একবারে তৃণমূল পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও কি চলবে একই প্রক্রিয়া?