ভেষজ ওষুধে মরবে মশা, গবেষণায় সাফল্যের দাবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষকদের
প্রথম আলো
প্রকাশিত: ০৫ মে ২০২৪, ১৪:৩০
মশার বংশবিস্তার রোধে যেসব ওষুধ ছিটানো হয়, সেগুলোর অধিকাংশই মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকর। এই ক্ষতি না করেও ভেষজ উপাদান ব্যবহার করে কীভাবে কাজটা করা যায়, তাই নিয়ে গবেষণা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের একদল গবেষক। তিন বছরের গবেষণা শেষে তাঁরা তৈরি করেছেন এমন এক ভেষজ ওষুধ; তাঁদের দাবি অনুযায়ী যা মশার বিস্তার রোধে কার্যকর, আবার পরিবেশের জন্যও ক্ষতিকর নয়।
গবেষক দলের সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী—খন্দকার রাজিউর রহমান, ইমাম হোসেন, সজীব রুদ্র, আরিফ হোসাইন, সনাতনচন্দ্র বর্মন, জয়া দে, সোহাগ হোসেন, শরীফুল ইসলাম, মো. ইসমাইল, খায়রুল আনাম, ইকরামুল হাসান ও সানজানা চৌধুরী। নেতৃত্বে ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক।