বরফ পানি দিয়ে গোসল কি শরীরের জন্য ভালো?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৪ মে ২০২৪, ১৬:৩১
আইস বাথ বা বরফ পানি দিয়ে গোসল করেন অনেকেই। তীব্র গরমে অনেকেই ক্রায়োথেরাপিতে ডুব দিচ্ছেন। বরফ বা কনকনে ঠান্ডা পানিতে ১০-১৫ মিনিট ডুবে বসে থাকা মুখের কথা নয়। এই থেরাপি কি সব বয়সিদের জন্যেই ভালো?
এ নিয়ে অবশ্য নানা গবেষণা হয়েছে। কেউ বলছেন, শরীরে ব্যথা-বেদনা নিরাময়ে এই পদ্ধতি বিশেষভাবে উপকারী। আবার কারও মতে, এই থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়াও আছে।
- ট্যাগ:
- লাইফ
- বরফ
- বরফি
- শরীরের যত্ন
- শরীরের সুস্থতা