এই গরমে ঘি দিয়ে খান কফি, সারাদিন থাকবেন চাঙ্গা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪, ১১:৪৯
বাইরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এপ্রিল মাসের শেষেই এই অবস্থা। এখনও পর্যন্ত কালবৈশাখীর দেখা মেলেনি। গোটা দেশের ওপর দিয়ে লু হাওয়া বইছে। তার মধ্যে অফিস-চাকরি-ব্যবসা-বাণিজ্য সামাল দিতে হচ্ছে। শরীর কাহিল হয়ে পড়ছে। এই দাবদাহে ঠান্ডা পানীয়র পাশাপাশি খেয়ে ফেলুন ঘি কফি। যাকে বলতে পারেন বুলেট কফি।
এমন কফি খেয়েই গোটা গরমকালটা কাটিয়ে দিচ্ছেন সিনেমা দুনিয়ার বহু তারকা। কৃতি শ্যানন থেকে শুরু করে অনন্যা পাণ্ডের মতো অভিনেত্রীদের কেন প্রিয় এই বুলেট কফি জানেন? এই বিশেষ পদ্ধতিতে তৈরি কফির রয়েছে একাধিক গুণ। বানানোও সহজ। এক কাপ গরম জলে এক চামচ কফি পাউডার এবং এক চামচ ঘি ফেলে খান। পাবেন একাধিক উপকার।
- ট্যাগ:
- লাইফ
- কফি
- কফি উৎপাদন
- কৃতি শ্যানন