যে কারণে ঢাকায় গরম এত বাড়ছে
আশির দশকে এরশাদ আমলে ঢাকায় যখন প্রথম সোডিয়াম বাতি লাগানো হলো, তখন ঘটা করে ঘোষণা করা হয়েছিল যে ‘তিলোত্তমা’ তথা ‘সুন্দরের রানি’ হিসেবে গড়ে তোলা হবে ঢাকাকে। সেই আশা কবেই ‘গুড়ে বালি’। ‘তিলোত্তমা’ দূরে থাক, এখন যেন ইজ্জত বাঁচানোই দায়!
বিশ্বের অন্যান্য শহরগুলোর সঙ্গে প্রতিযোগিতায় ঢাকা একের পর এক বিভিন্ন রেকর্ড করে চলছে, তথা প্রথম দিকে অবস্থান করে নিয়েছে। পরিহাস হলো, সেগুলো ইতিবাচক কোনো কিছুর জন্য নয়, বরং বিভিন্ন নেতিবাচক কারণে।