আবার নিরাপদ সড়ক আন্দোলন!

যুগান্তর মাহমুদুর রহমান মান্না প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪, ১০:৫৭

চট্টগ্রাম শহর থেকে ২৫ কিলোমিটার দূরে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়ন। সেখানেই চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েটের ক্যাম্পাস। ২২ এপ্রিল বিকালের দিকে মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হয় তিন শিক্ষার্থী। এটা চুয়েটের ছাত্রদের একটা বৈকালিক ভ্রমণের মতো। রাউজানের ওদিকের নিসর্গ সত্যি সুন্দর। রাউজান উপজেলার জিয়ানগর এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় বেপরোয়া গতিতে দৌড়ানো শাহ আমানত পরিবহণের একটি যাত্রীবাহী বাস। ঘটনাস্থলেই মারা যায় শান্ত সাহা আর হাসপাতাল যাওয়ার পথে মৃত্যু হয় তৌফিক হোসাইনের।


খবর ছড়িয়ে পড়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার সন্ধ্যায়ই সড়ক অবরোধ করে। পুড়িয়ে দেয় শাহ আমানত পরিবহণের একটি বাস। ভেঙে চুরমার করে আরও দুটি। চুয়েট কর্তৃপক্ষ হস্তক্ষেপ করেন। তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা রাত ৯টায় অবরোধ তুলে নিয়ে হলে ফিরে যায়। কিন্তু তাদের মনের মধ্যে জমে থাকা কষ্টের প্রশমন হয় না। রাতের বেলা নিজেদের মধ্যে কথাবার্তা বলে তারা পরবর্তী কর্মসূচি নির্ধারণ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও