You have reached your daily news limit

Please log in to continue


নিউইয়র্কে রাস্তায় মেলায় হারিয়ে যাওয়া বোন!

হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেই সব দিন’ চলচ্চিত্রে অভিনয় করেছেন ফেরদৌস। এই ছবি সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শেষ হওয়া সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এই চলচ্চিত্রে পরিচালক ও কলাকুশলী হিসেবে আমন্ত্রিত হন হৃদি হক, ফেরদৌস ও কামরুজ্জাম রনি। নিউইয়র্কে পৌঁছানোর পর সেখানকার রাস্তায় এভাবেই দেখা গেল তাঁদের।

মৌসুমী ও ফেরদৌসের বন্ধুত্বের খবর ঢালিউডের সবারই জানা। একসঙ্গে দুজন বেশ কটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পারিবারিকভাবেও তাঁদের সম্পর্কটা চমৎকার। এই বন্ধুর সঙ্গে বেশ কয়েক মাস ধরে দেখাসাক্ষাৎ নেই। ফেরদৌস রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলেন। অন্যদিকে মৌসুমী যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। এরই মধ্যে ফেরদৌস সংসদ সদস্যও হয়েছেন। অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস গত সপ্তাহে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন। খবরটি জেনেছেন বন্ধু মৌসুমীও। তাই দীর্ঘদিন পর দুই বন্ধুর দেখা হওয়ার বিষয়টি হাতছাড়া করতে চাননি তাঁরা কেউই। মৌসুমীর আমন্ত্রণে নিউইয়র্ক সময় গত শনিবার সন্ধ্যায় তাঁর লং আইল্যান্ডের বাসায় অতিথি হয়েছেন ফেরদৌস। খাওয়াদাওয়া ও আড্ডায় কেটে যায় তাঁদের দুই ঘণ্টার বেশি সময়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন