শিশুদের ‘গ্রোয়িং পেইন’

প্রথম আলো প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৪, ১০:০৪

বাড়ন্ত শিশুদের প্রায়ই হাত–পা ব্যথার অভিযোগ করতে শোনা যায়। বেশির ভাগ ক্ষেত্রে শিশুদের এমন ব্যথা হলে অভিভাবক, এমনকি চিকিৎসকেরাও বাতজ্বর বা বাতরোগ হয়েছে ভেবে চিন্তিত হয়ে পড়েন। তবে এটি হতে পারে স্রেফ গ্রোয়িং পেইন।


এক গবেষণায় দেখা যায়, আমাদের দেশের স্কুলপড়ুয়া শিশুদের প্রায় ২০ শতাংশের মধ্যে দেখা যায় এ সমস্যা। যদিও নামকরণ করা হয়েছে ‘গ্রোয়িং পেইন’, কিন্তু শিশুর শারীরিক বৃদ্ধির সঙ্গে এর সম্পর্ক নেই। তবে বলা হয়ে থাকে যে এসব শিশুর ব্যথা সহ্য করার প্রবণতা কম। পাশাপাশি তাদের পেটব্যথা ও মাথাব্যথার অভিযোগ করতে দেখা যায়।


গ্রোয়িং পেইন সহজেই চিকিৎসা করা যায়। তবে এ রোগের সঙ্গে কিছু বিষয়ের প্রভাব উল্লেখ করা যেতে পারে, যেমন পারিবারিক প্রভাব, মানসিক চাপ বা অস্থিরতা, বেশি দৌড়াদৌড়ি, লাফালাফি। গ্রোয়িং পেইনের প্রভাবে ঘুমের বিঘ্ন ঘটে, শিশু রাতে পা ব্যথায় ঘুমাতে পারে না। খেলাধুলায় বা স্কুলে যেতে অনীহা দেখা দেয়। এ ব্যথা রোজ রোজ হয় না; তবে আসা–যাওয়া করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও