লোকসভা নির্বাচন: নাগাল্যান্ডের ৬ জেলায় ভোট প্রায় শূন্য
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৪, ১৬:৩৫
ভারতে চলছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। কিন্তু আলাদা প্রশাসন এবং আর্থিকখাতে আরও বেশি স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন (ইএনপিও) রাজ্যে ‘জন জরুরি অবস্থা’ ঘোষণা করে স্থানীয়দের ভোট বয়কট করার আহ্বান জানিয়েছে।
যার ফলে নাগাল্যান্ডের ছয়টি জেলায় শুক্রবার দুপুর পর্যন্ত ভোট প্রদানের হার প্রায় শূন্য বলে জানিয়েছে এনডিটিভি।ইএনপিও গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে অভিযোগ তুলে ভারতের উত্তর-পূর্বের এই রাজ্যটির প্রধান নির্বাচনী কর্মকর্তা সংগঠনটির বিরুদ্ধে একটি নোটিস জারি করেছে।