কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জাপার প্রার্থী হতে চান না কেউ

সমকাল প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৪, ১০:২৪

উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আগ্রহ নেই জাতীয় পার্টির (জাপা) নেতাদের। নির্বাচন হবে এমন সাড়ে চার শতাধিক উপজেলার মধ্যে মাত্র পাঁচটিতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করতে পেরেছে সংসদের প্রধান বিরোধী দল জাপা।


প্রথম ধাপের ১৫০ উপজেলার মাত্র দুটিতে লাঙ্গলের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দ্বিতীয় ধাপে নির্বাচন হবে ১৬১ উপজেলায়, এর তিনটির জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি করতে পেরেছে জাপা। ৯ শতাধিক ভাইস চেয়ারম্যান পদে লড়ার জন্য জাপার মনোনয়নপ্রত্যাশী মাত্র দু’জন।
দলটির স্থানীয় পর্যায়ের নেতারা বলছেন, ভুল রাজনীতির কারণে ভোটের মাঠে লাঙ্গলের অস্তিত্ব বিলীন হওয়ার পথে। জাপার মনোনয়নে নির্বাচন করে জয়ী হওয়া দূরে থাক, জামানত রক্ষা করাই কঠিন। তাই নির্বাচন করে টাকা নষ্ট করতে চান না কেউ। তবে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন থাকায় উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আগ্রহ নেই নেতাদের। তারা দেখেছেন, ক্ষমতাসীন দল কীভাবে নির্বাচনকে প্রভাবিত করে, কীভাবে ফল ছিনিয়ে নেয়। তাই অন্য দলের নেতারা নির্বাচন করে টাকা-পয়সা নষ্ট করতে চান না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও