আসন ভাগাভাগির আলোচনা নিয়ে জট কাটতে না কাটতেই জোটের প্রতীক ব্যবহারের নিয়মে বদলের কারণে নতুন সংকটে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, এখন থেকে জোটের প্রার্থীদের নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে। জোটের প্রধান দলের প্রতীক ব্যবহার করা যাবে না।
এর ফলে উদ্বেগে পড়েছে বিএনপির সঙ্গে জোটবদ্ধ দলগুলো। বিএনপি ও জোট নেতাদের মতে, এর ফলে ছোট দলগুলোর নির্বাচনে জয়ের সম্ভাবনা অনেক কমে যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, 'জোট প্রার্থীদের মাঠের অবস্থান আগে থেকেই দুর্বল। বিএনপি চেষ্টা করছে তাদের জয়ের সম্ভাবনা বাড়ানোর কৌশল বের করতে। কিন্তু নতুন নিয়মে পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে।'
তিনি বলেন, 'এর ফলে বিএনপির সঙ্গে সহযোগী দলগুলোর দূরত্ব ও টানাপড়েন আরও বাড়তে পারে।'