সিলিন্ডার গ্যাসের আগুনে দগ্ধ ৬ জনের একজন মারা গেছেন
জাগো নিউজ ২৪
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৪, ১২:৩৩
রাজধানীর পশ্চিম ভাসানটেকে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে দগ্ধ ছয়জনের মধ্যে মোছা. মেহেরুন্নেছা (৬৫) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (১৩ এপ্রিল) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।
এ ঘটনায় দগ্ধ অন্য পাঁচজন ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা হলেন- মেহেরুননেছার মেয়ে সূর্য বানু (৪০), মেয়ের স্বামী মো. লিটন (৫২) এবং লিটন ও সূর্য বানুর তিন সন্তান লিজা (১৮), সুজন (৮) ও লামিয়া (৭)।