ঈদে গরিবের ‘বাড়ি’ যাওয়া এবং ‘খয়রাতের’ জন্য শহরে আসা
প্রতি ঈদেই ঢাকা শহর ফাঁকা হয়ে যায়।
এবার ঈদে কত মানুষ ঢাকা শহরের বাইরে যাবেন, সেই হিসাব পাওয়া যায়নি। তবে গত বছরের ঈদের একটা হিসাব আছে। সাবেক টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তাঁর ফেসবুক পেজে লিখেছিলেন, ওই সময়ে ঢাকা ছেড়েছেন এক কোটির ওপরে সিম ব্যবহারকারী মানুষ। সিম ব্যবহার করেন না, এমন মানুষও নিশ্চয়ই ঢাকা ত্যাগ করেছেন।
আমাদের প্রাজ্ঞ মন্ত্রীদের দাবি, দেশের অর্থনীতি অনেক ভালো, মানুষের সামর্থ্য বেড়েছে বলে বেশি দামে পণ্য কিনতেও তাঁদের কোনো সমস্যা হয় না। সাবেক বাণিজ্যমন্ত্রী তো বলেই দিয়েছিলেন, বাংলাদেশে চার কোটি মানুষ ইউরোপীয় মানের জীবনযাপন করেন। কিন্তু তিনি এ কথা বলেননি কত কোটি মানুষ দক্ষিণ সুদান বা সোমালিয়ার মানের জীবনযাপন করছেন। এবারের ঈদ ও বাংলা নববর্ষ মিলে ছয় দিন ছুটি। সে ক্ষেত্রে ঢাকা ছাড়া মানুষের সংখ্যাও আরও বেশি হবে।