সাম্প্রদায়িক সম্প্রীতির সোপান হতে পারে ঈদ
বছর ঘুরে ঈদ কড়া নাড়ছে দরজায়। এবার সাধারণ, বিশেষ করে স্বল্প আয়ের মানুষ খুব স্বস্তিতে নেই। যেখানে ঊর্ধ্বমূল্যের বাজারে সংসার নির্বাহ কঠিন সেখানে ঈদের বাড়তি আয়োজন কীভাবে করবে। তবুও এদেশের মানুষ ঘুরে দাঁড়াতে জানে। নদীভাঙন আর টর্নেডো-সিডরে সব হারিয়েও আবার বাঁচার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দৃঢ়তার সঙ্গে। এ কারণে আমরা জানি ঈদের আনন্দও তাদের পাশ কাটিয়ে যেতে পারবে না। যার যার সামর্থ্য নিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদ প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে।
যুগ যুগ এদেশে ঈদুল ফিতর উদযাপন বিশেষ মাত্রা পায়। মুসলমানের ধর্মীয় উৎসব হলেও অমুসলিম প্রতিবেশী বন্ধুও এ আনন্দ-বিচ্ছিন্ন হয় না। এদেশের সাধারণ মানুষের দীর্ঘকালীন অসাম্প্রদায়িক চেতনা ঈদ আবার নতুন করে ঝালিয়ে দেয়।
- ট্যাগ:
- মতামত
- ঈদ
- সম্প্রীতি
- সাম্প্রদায়িক