ঈদের আগে বন্দি নেতাকর্মীদের মুক্তির আহ্বান জামায়াতের
কারাবন্দি সব নেতাকর্মীকে আসন্ন ঈদুল ফিতরের আগে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আল আযমী ও সাবেক নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর ছেলে সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানের সন্ধান ও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সোমবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে বলেন, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম প্রায় ১২ বছর ধরে কারাগারে আটক আছেন। তিনি নানা জটিল রোগে আক্রান্ত। চলাফেরা, ওঠা-বসা করা তার জন্য খুবই কঠিন হয়ে পড়েছে। এছাড়া সারা দেশে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী কারাগারে আটক রয়েছেন। শুধু রাজনৈতিক কারণে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে আটক রাখা হয়েছে।
- ট্যাগ:
- রাজনীতি
- ঈদ
- নেতাকর্মী
- জামায়াতে ইসলাম