শ্রীলঙ্কার রেকর্ডের পর কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বড় পুঁজির পর লড়াইয়ের শুরুটা খারাপ করেনি বাংলাদেশ। তবে শেষ বিকেলে হারিয়েছে তারা একটি উইকেট।
প্রথম দিনে ৪ উইকেটে ৩১৪ রান করা লঙ্কানদের প্রথম ইনিংস পরদিন থামে ৫৩১ রানে। বাংলাদেশ রোববার দ্বিতীয় দিন শেষ করে ১ উইকেটে ৫৫ রান নিয়ে।
শ্রীলঙ্কার ইনিংসে ছয় ব্যাটসম্যান ফিফটি ছুঁলেও শতরানে পা রাখতে পারেননি কেউ। টেস্ট ইতিহাসে সেঞ্চুরি ছাড়া সবচেয়ে বড় দলীয় সংগ্রহের রেকর্ড এটিই।
আগের টেস্টে জোড়া সেঞ্চুরি করা কামিন্দু মেন্ডিস এবার অপরাজিত থাকেন ৯২ রানে। দ্বিতীয় দিনে ৭০ রানে আউট হন ধানাঞ্জয়া ডি সিলভা। প্রথম দিনে ৯৩ রানে ফিরেছিলেন কুসাল মেন্ডিস, ৮৬ রানে দিমুথ কারুনারাত্নে। এছাড়া দুই দিনে ফিফটি করেন নিশান মাদুশকা ও দিনেশ চান্দিমালও।