কাঁদছে লিভারপুল। কাঁদছে পর্তুগাল। কাঁদছে গোটা ফুটবল–বিশ্বই।
দিয়োগো জোতার জন্য এই কান্না। পর্তুগালে জোতার জন্মভূমি গোন্দোমারে চলছে তাঁর শেষকৃত্য। ফুটবল–সংশ্লিষ্ট অনেকেই গিয়েছেন সেখানে। সতীর্থ ও বন্ধু রুবেন নেভেস থেকে ভার্জিল ফন ডাইক এবং অ্যান্ডি রবার্টসনসহ অনেকেই শেষ শ্রদ্ধা জানান জোতাকে। আর লিভারপুল? জোতা যে ক্লাবের জন্য মাঠে নিজেকে নিংড়ে দিয়েছেন, সেই লিভারপুল নিয়েছে অসাধারণ এক পদক্ষেপ। পর্তুগালের সংবাদমাধ্যম ‘রেকর্ড’ জানিয়েছে, জোতার চুক্তির বাকি সময়ের অর্থ তাঁর পরিবারের হাতে তুলে দেবে লিভারপুল।