শান্ত আউট, ৪৬ বলে ফিফটি ইমনের

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ১৬:১২

প্রথম ওয়ানডে হারের পরই বাংলাদেশের ড্রেসিংরুমে সিদ্ধান্ত হয়েছিল, যারাই উইকেটে সেট হবেন, তারা যেন ইনিংস লম্বা করেন। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে নেমে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেননি নাজমুল হোসেন শান্ত।


উইকেটে সেট হয়েছিলেন ঠিকই। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি। ১৯ বলে ১৪ রান করে উইকেট বিলিয়ে দিয়েছেন বাঁহাতি ব্যাটার। ইনিংসের ১২তম ওভারে চারিথ আসালঙ্কাকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি কাছাকাছি মাহিশ থিকশানার হাতে ক্যাচ হন শান্ত।


শান্ত আউট হলেও অপরপ্রান্তে দারুণ ব্যাটিং করছেন পারভেজ হোসেন ইমন। ৪৬ বলে ফিফটি পূর্ণ করেছেন বাঁহাতি তরুণ ব্যাটার।


এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারের খেলা শেষে ২ উইকেটে ৮৯ রান। পারভেজ হোসেন ইমন ৫২ আর তাওহিদ হৃদয় খেলছেন ৩ রান নিয়ে।


এর আগে আজ শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বর্তমানে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে লাল-সবুজবাহিনী।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও