এ বছর নয়, ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে ভারত

প্রথম আলো প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ১৯:২৪

শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। এ বছর আর বাংলাদেশ সফরে আসছে না ভারত ক্রিকেট দল। তবে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি পুরোপুরি বাতিল হয়ে যায়নি। এ বছর আগস্টের পরিবর্তে ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে ভারত। নতুন এই সময়সূচি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মিলেই ঠিক করেছে।


বিসিবি আজ এক ইমেইল বার্তায় জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট সূচি পর্যালোচনা করে দুই দেশের ক্রিকেট বোর্ড ২০২৬ সালে সেপ্টেম্বরে সিরিজ আয়োজনে সম্মত হয়েছে। সিরিজের সূচি পরে ঠিক করা হবে বলে জানিয়েছে বিসিবি।  


আগামী ১৩ আগস্ট বাংলাদেশে আসার কথা ছিল ভারত ক্রিকেট দলের। মাস দুয়েক আগে সূচিও চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে ভারত সরকারের অনুমতি না পাওয়ায় বিসিসিআই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছিল না।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও