কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আবারও ট্রেন্ডে বব হেয়ারকাট

প্রথম আলো প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪, ১৮:০৪

শর্ট বব নতুন কোনো ট্রেন্ড না। পঞ্চাশের দশকে জনপ্রিয় অভিনেত্রী মেরিলিন মনরোকে দেখা যায় ‘শর্ট বব’ হেয়ারস্টাইলে। মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির জন্মদিনে ‘হ্যাপি বার্থডে, মিস্টার প্রেসিডেন্ট’ গান গাওয়ার সময় তাঁকে দেখা গিয়েছিল শর্ট বব চুলের ছাঁটে। হঠাৎ বাতাসে উড়ে যাওয়া আইভরি ককটেল ড্রেসের ছবিতেও মনরোকে দেখা গেছে শর্ট বব হেয়ারকাট। এই চুলের জনপ্রিয়তার সূচনা সেখান থেকেই।


‘ফ্রেন্ডস’ টিভি সিরিজের কল্যাণে ৯০–এর দশকে আবারও জনপ্রিয়তা পায় ‘শর্ট বব’ হেয়ারস্টাইল। অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের আইকনিক চরিত্র র‍্যাচেল গ্রিন ছিলেন শর্ট বব। তাঁর দেখাদেখি আবারও শুরু হয় শর্ট বব হেয়ারকাটের চল। মার্কিন পপ সেনসেশন টেলর সুইফট আর সেলেনা গোমেজও দেখা দিয়েছেন বব কাটে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও