You have reached your daily news limit

Please log in to continue


চঞ্চল চৌধুরীর 'রুমি' রহস্যের জাল বুনবে এই ঈদে

চঞ্চল চৌধুরী মানেই দারুণ কিছু, বিশেষ কিছু। আর ভিকি জায়েদের তেলেসমাতি কারবার এখন কারও অজানা নয়। এবার জুটিবদ্ধ চঞ্চল-ভিকি। এর অর্থ কী, নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন সবাই। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আসছে ভিকি জায়েদ পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘রুমি’। আর সেখানে অন্ধ গোয়েন্দার চরিত্রে ঝড় তুলতে আসছেন তুমুল জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

সম্প্রতি ‘রুমি’র পোস্টার প্রকাশ করেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। চঞ্চল চৌধুরীর লুক দেখে চারদিকে এখন হইহই রইরই কাণ্ড। পোস্টারটি লুফে নিয়েছেন ভিকি-চঞ্চলপ্রেমীরা। ছবিতে রোদচশমায় চঞ্চলের লুক নিয়ে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছেন ভক্তেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন