ঈদযাত্রায় গাজীপুরের ৫ স্থানে ভোগান্তির শঙ্কা
প্রথম আলো
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪, ১২:৪২
রাজধানীর আবদুল্লাহপুর পার হলেই গাজীপুর সিটি করপোরেশন এলাকার শুরু। ঢাকা ও গাজীপুর—এ দুই জেলার সংযোগ ঘটিয়েছে টঙ্গী সেতু। এ সেতুর দুই দিকেই চলছে র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ। তবে এ পথে উড়ালসড়ক নির্মাণ হওয়ায় ওপর দিয়ে স্বাচ্ছন্দ্যে চলাচল করা যাচ্ছে। এরপরও গাজীপুর জেলার মধ্যে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাঁচটি স্থানে (পয়েন্ট) এবার ঈদে যানজটের আশঙ্কা করা হচ্ছে। এতে পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষ ভোগান্তিতে পড়তে পারেন।
গাজীপুর জেলায় যানজটের এসব স্থান চিহ্নিত করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলো। অবশ্য সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চিহ্নিত স্থানগুলোয় যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভোগান্তি
- যাত্রী ভোগান্তি
- ঈদযাত্রা