‘আর পারতাছি না বাবা, বিছনা পাতি দেও ঘুমামু’

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪, ১৩:৫৭

রাজধানীর বনানীর গোডাউন বস্তিতে ঢোকার মুখে কর্দমাক্ত রাস্তা মাড়িয়ে দ্রুত পায়ে হেঁটে যেতে দেখা যায় আব্দুর রউফকে। পাশ দিয়ে যাবার পথেই কানে ভেসে আসে কোলে থাকা শিশুর করুন আবেদন, ‘বাবা বিছনা পাতি দেও, ঘুমামু!’ 


ছোট্ট তাসলিমার এমন আবেদনে বাবা হিসেবে বিদীর্ণ হওয়ার দশা আব্দুর রউফের হৃদয়। তাসলিমার ওই হৃদয় বিদীর্ণ করা কথার পরেই ঘুরে রউফকে অনুসরণ করি ক্ষণিক পথ। দেখা যায়, চোখ মুছতে মুছতে রউফ দ্রুত পা স্থির করেন। যেন তার চোখ খুঁজছিল আশপাশে আগুন থেকে অক্ষত থাকা কোনো প্রতিবেশীর ঘর, যেখানে শিশু তাসলিমার ঘুমের বন্দোবস্ত করা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও