কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যেভাবে আয়না পরিষ্কার করতে হয়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ মার্চ ২০২৪, ২১:০৩

চকচকে আয়নায় নিজেকে দেখে রূপকথার সেই রানির মতো নিজেকে মনে হয় ‘বিশ্বে সবচেয়ে সুন্দর মানুষ’।


তবে ঘরে দাগযুক্ত আয়না থাকলে ব্যবহার করতে যেমন সমস্যা হয় তেমনি ঘর বা শৌচাগারের সৌন্দর্যও নষ্ট করে।


তাই আয়না পরিষ্কারের সঠিক পদ্ধতি জানা থাকা চাই।


হয়ত ধুলা ঝাড়া হচ্ছে না: পরিষ্কারের প্রাথমিক থাপের মধ্যে প্রথম কাজ হল- আয়নার কাচে লেগে থাকা ধুলা ঝাড়া।


এই বিষয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে কানাডা’র টরন্টো ভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতিষ্ঠান ‘ক্লিন মাই স্পেস’য়ের প্রতিষ্ঠাতা মেলিসা মাকের বলেন, “যদি আয়না ময়লা হয়ে থাকে তবে প্রথমে ধুলা ঝেড়ে নিন। এক্ষেত্রে ব্যবহার করতে হবে শুকনা সুক্ষ্ম তন্তুর কাপড়।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও