হকি লিগে ছয়ে ছয় আবাহনীর
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২২ মার্চ ২০২৪, ১৭:৪৪
প্রথম মিনিটেই আবাহনীকে চমকে দিয়ে এগিয়ে গেল অ্যাজাক্স এসসি। কিন্তু তা স্রেফ চমক হয়েই থাকল। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে প্রিমিয়ার ডিভিশন হকি লিগে টানা ষষ্ঠ জয় তুলে নিল আবাহনী।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার অ্যাজাক্সকে ৭-১ গোলে হারায় আবাহনী।
মোহাম্মদ আব্দুল্লাহ এবং ওবায়দুল হোসেন জয় দুটি করে গোল করেন; আবাহনীর বাকি তিন গোলদাতা রাকিবুল হাসান রকি, হুজাইফা হোসেন এবং ভারতের শিশে গাওয়াদ। অ্যাজাক্সের একমাত্র গোলটি আসে ভারতের সিলহেইবার লিশামের স্টিক থেকে।
- ট্যাগ:
- খেলা
- প্রিমিয়ার হকি লিগ
- আবাহনী লিমিটেড
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
১ বছর, ৩ মাস আগে
কালের কণ্ঠ
| শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
২ বছর, ৮ মাস আগে
৩ বছর আগে