দাঁত দেখে বুঝে নিন শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে কি না
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২১ মার্চ ২০২৪, ১১:৩০
দাঁত ভালো রাখতে নিয়মিত এর যত্ন নিচ্ছেন অথচ দাঁতের রং পরিবর্তন হয়ে যাচ্ছে, এমন লক্ষণ কিন্তু কঠিন রোগের ইঙ্গিত দেয়। দাঁত বলে দিতে পারে হাজারো রোগের কথা। তাই সুস্থ সবল দাঁত দেখেই অনেকটা চেনা যায় শরীরের অবস্থা।
মুখের স্বাস্থ্যের অবহেলা করলে কী কী বিপদ হতে পারে? এ বিষয়ে জানিয়েছেন ভারতের মেদান্ত হসপিটাল লখনউয়ের ডেন্টাল সায়েন্সের চিকিৎসক রাগিনী সেহগল শেট্টি। তার মতে, মুখের স্বাস্থ্যকে অবহেলা করলে শরীরের একাধিক অঙ্গের হতে পারে।
- ট্যাগ:
- লাইফ
- দাঁত
- দাঁত ব্যথা
- দাঁতের সুরক্ষা