পিটিয়ে চারজনকে হত্যা: বিচার নিয়ে ‘সন্দিহান’ স্বজনরা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাত সন্দেহে পিটিয়ে চারজনকে হত্যার ঘটনায় বিচার পাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্বজনরা। তারা প্রশ্ন তুলেছেন, কেউ অপরাধী হলেই তাকে এভাবে পিটিয়ে ফেলা হবে কেন?
এর মধ্যে ‘সামাজিক বাধার কারণে’ একজনের লাশও নিতে আসেননি পরিবারের সদস্যরা।
এদিকে রোববার রাতের এ ঘটনায় একটি হত্যা মামলা করেছে পুলিশ। মামলায় আসামির সংখ্যা উল্লেখ না করে অজ্ঞাত ‘উত্তেজিত অনেক গ্রামবাসীকে’ আসামি করা হয়েছে বলে জানিয়েছেন সোনারগাঁ থানার ওসি মো. কামরুজ্জামান।
মঙ্গলবার সকালে থানার এসআই মামুন খান বাদী হয়ে মামলাটি করেছেন। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান ওসি।
রোববার রাতে সোনারগাঁ উপজেলার বাঘরী বড়বিলে ডাকাত সন্দেহে পাঁচজনকে গণপিটুনি দেয় আশপাশের কয়েকটি গ্রামের মানুষ। এর আগে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীদের একত্র করা হয়।