গাজীপুরে গ্যাসের আগুনে মৃত্যু বেড়ে ৩
গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসের আগুনে দগ্ধদের মধ্যে এক শিশু শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছে।
শনিবার সন্ধ্যায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৪ বছর বয়সী তৈয়বার মৃত্যু হয় বলে জানান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হোসাইন ইমাম।
এ নিয়ে কালিয়াকৈরে গ্যাসের আগুনের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩২ জনের মধ্যে তিনজনের মৃত্যু হল। এছাড়া একজন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে গেছেন।
ইনস্টিটিউটের আইসিইউ কনসালটেন্ট ডা. একরামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তৈয়বার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। তার শ্বাসনালীও পোড়ে। গুরুতর অবস্থায় আমাদের আইসিইউতে ভর্তি ছিল সে।”
এদিন সকালে ৪৫ বছর বয়সী মনসুর নামের একজন মারা গেছেন বার্ন ইনস্টিটিউটে, যার শরীর শতভাগ পুড়ে গিয়েছিল। এর আগে শুক্রবার সকালে সোলাইমান মোল্লা (৪৫) নামের একজন মারা যায়। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।