নাগরিকত্ব আইন নিয়ে বিজেপির ভোটের রাজনীতি
ভারতের লোকসভা নির্বাচনের ঠিক আগে দেশজুড়ে কার্যকর হলো বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন। আনুষ্ঠানিকভাবে এই আইন চালুর কথা ঘোষণার পরপরই ভারতজুড়ে অস্থিরতা শুরু হয়ে গেছে। জম্মু-কাশ্মীর থেকে তামিলনাড়ু, মহারাষ্ট্র থেকে আসাম—একযোগে সরব হয়ে উঠেছে বিরোধী নেতৃত্ব; বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন সংগঠন ব্যাপকভাবে বিক্ষোভে ফেটে পড়ে। প্রতিবাদে ১২ মার্চ আসামজুড়ে ধর্মঘটও পালন করা হয়।
সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবিতে আসামের ১৬টি দলের জোট ‘ইউনাইটেড অপজিশন ফোরাম আসাম’-এর ডাকে বিভিন্ন জেলার দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।
- ট্যাগ:
- মতামত
- রাজনীতি
- বিজেপি
- নাগরিকত্ব আইন