জাহাজের নিরাপত্তায় নিয়ম কী? এমভি আবদুল্লাহ কতটা মেনেছে?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৪, ১০:০১
আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে কয়লা নিয়ে ভারত মহাসাগর দিয়ে সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরে যাচ্ছিল বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। মঙ্গলবার জাহাজটি যখন জলদস্যুদের কবলে পড়ে, তখন সেটি ছিল সোমালি উপকূল থেকে প্রায় ৬০০ নটিক্যাল মাইল দূরে।
অনেক দূর দিয়ে যাওয়ার পরও কেন ‘এমভি আবদুল্লাহ’ জলদস্যুদের আক্রমণের শিকার হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি জাহাজটিতে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না সে প্রশ্নও সামনে এসেছে।
সোমালি জলদস্যুদের আক্রমণ এড়াতেই দূর দিয়ে জাহাজটি ভারত মহাসাগর পাড়ি দিচ্ছিল, যেটি সমুদ্রপথে নিরাপদ রুট হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত সোমালি উপকূল থেকে ৭০ থেকে ১০০ নটিক্যাল মাইল এলাকাকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ধরা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জলদস্যু
- নিরাপত্তা ব্যবস্থা