
যাত্রাবাড়ীতে ‘গ্যাস লিকেজে বিস্ফোরণ’, শিশুসহ একই পরিবারে দগ্ধ ৩
ডেইলি স্টার
প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ১১:৩৮
রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
এ ঘটনায় দগ্ধ রিপন (৪০), তার স্ত্রী ইতি (৩০) ও তাদের তিন বছর বয়সী মেয়ে রাফিয়াকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোররাত পৌনে ২টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে খাদিমুল কুরআন মহিলা মাদ্রাসা গলির একটি ছয়তলা বাড়ির নিচতলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী তাসলিমা মনি জানান, ভোররাত পৌনে ২টার দিকে তারা বিকট শব্দ শুনতে পান। এরপর ওই বাড়ি থেকে চিৎকার শুনে ছুটে গিয়ে দেখেন তিনজনের শরীর আগুনে ঝলসে গেছে। দরজা-জানালা ভেঙে গিয়েছিল। সঙ্গে সঙ্গে তারা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অগ্নিদগ্ধ
- আগুনে দগ্ধ
- দগ্ধ