
১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ২২:৫৭
জুডিসিয়াল সার্ভিস থেকে আসা ১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার, যাদের চাকরির মেয়াদকাল বয়স ২৫ বছর হয়েছে বলে বলা হচ্ছে।
বৃহস্পতিবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
তাদের মধ্যে ১৫ জন জেলা ও দায়রা জজ, দুইজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং একজন যুগ্ম জেলা ও দায়রা জজ।
প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এসব সদস্যদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে তাদের চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে আদেশে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিচারক
- বিচারক প্রত্যাহার