নারী ফুটবলারদের পুরস্কার নয়, আগে পৃষ্ঠপোষকতা জরুরি

ঢাকা পোষ্ট আজাদ মজুমদার প্রকাশিত: ১৫ মার্চ ২০২৪, ১০:৩৭

গল্পগুলো মোটামুটি একই রকম। দূরের কোনো মফস্বল শহর কিংবা অজ পাড়া গাঁ, যেখানে থাকেন কোনো একজন ফুটবল পাগল। গাঁটের পয়সা খরচ করে বাচ্চাদের তিনি ফুটবল শেখান। মেয়েদের ফুটবল শিখতে উৎসাহী করার জন্য বাড়ি, বাড়ি ঘোরেন। বাবা-মা'কে বোঝান।


সমাজের একটা শ্রেণির রক্তচক্ষু উপেক্ষা করে নীরবে, নিভৃতে কাজ করে যান। তারপর সাফল্য পেলে মিডিয়ার নজরে আসেন, প্রশাসন থেকেও টুকটাক সহযোগিতা পান। সাফল্য না পেলে একসময় হাল ছেড়ে দেন। সবার চোখের আড়ালেই ঝরে যায় সব স্বপ্ন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও