আবারও কেন ভাঙলো জাতীয় পার্টি
দেশে সুস্থ ধারার রাজনীতি না থাকলেও রাজনৈতিক দলের কমতি নেই। অসংখ্য দল। অসংখ্য নেতা। দেশের সব মানুষ অধিকাংশ রাজনৈতিক দলের নাম জানে না, নেতাদের চেনে না। তারপরও দল গড়া হয়, আবার এক দল ভেঙে একাধিক ব্র্যাকেটবন্দি দলেরও সৃষ্টি হয়।
দল থাকলে যেন দলের মধ্যে কোন্দলও থাকতে হবে। আর কোন্দল কেন্দ্র করে এক পর্যায়ে ভাঙনও অনিবার্য।
- ট্যাগ:
- মতামত
- নির্বাচন
- রাজনীতি
- জাতীয় পার্টি