স্বাধীনতার মূল চেতনায় ফিরতে হবে
দুই সপ্তাহ পরেই মহান স্বাধীনতা দিবস। গত ৫৩ বছর ধরে আমরা প্রতিবছরই এ দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন করে আসছি। এ বছরও এর ব্যতিক্রম হবে না। বিশেষ দিনগুলো কেবল আনুষ্ঠানিকতার জন্য উদযাপিত হয় না, বরং যে লক্ষ্য সামনে রেখে দিবসটির জন্ম তার একটি বছরওয়ারি খতিয়ান বিবেচনা করা প্রয়োজন। সেই লক্ষ্য অর্জনে যদি কোনো ঘাটতি থাকে তবে তা পূরণের অঙ্গীকার ও প্রচেষ্টা থাকা বাঞ্ছনীয়।
স্বাধীনতা অর্জনের পাঁচ দশক পরে এসে আমাদের স্বাধীনতা নিয়ে দু’ধরনের মূল্যায়ন চোখে পড়ে। প্রথমটি হলো যারা পাকিস্তানের অনিবার্য পতনকে আজও মেনে নিতে পারেননি তাদের।
- ট্যাগ:
- মতামত
- স্বাধীনতা দিবস
- স্বাধীনতা
- চেতনা