কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গান গেয়ে তালেবানের বিরুদ্ধে প্রতিবাদ আফগান দুই বোনের

বিডি নিউজ ২৪ আফগানিস্তান প্রকাশিত: ১১ মার্চ ২০২৪, ১০:৪০

২০২১ সালের অগাস্টে গোটা বিশ্ব যখন আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফিরে আসা দেখছিল, কাবুলের দুই বোন তখন দেশটির লাখো নারীর মতোই অনুভব করতে পেরেছিলেন যে, নতুন শাসকরা তাদের জীবনকে আবার লৌহ বেষ্টনীর মধ্যে আটকে দিচ্ছে।


তারা ওই পরিস্থিতিতে পিছু না হটার সিদ্ধান্ত নেন। নারীদের স্বাধীনতার টুঁটি চিপে ধরতে দেখবেন না বলে স্থির করেন। প্রতিরোধের অস্ত্র হিসেবে দুই বোন বেছে নিলেন তাদের কণ্ঠকে। গান গেয়ে প্রতিবাদ শুরু করলেন তারা।


তালেবান শাসনে যেখানে কেউ গান গাইলেই হতে পারে গ্রেপ্তার; সেই গুরুতর বিপদ মাথায় নিয়েও দুই বোন সামাজিক যোগাযোগমাধ্যমে গানে গানে ‘লাস্ট টর্চ’ শীর্ষক আন্দোলন শুরু করেন।


গান শুরুর আগে রেকর্ড করা একটি ভিডিওতে দুই বোনের একজন বলেন, “আমরা গান শুরু করতে চলেছি। তবে এতে আমাদেরকে আমাদের জীবনের মূল্য দিতে হতে পারে।”


কাবুলের মসনদে তালেবান আবার আসীন হওয়ার কয়েক দিন পরই তাদের এই ভিডিও প্রকাশ হয়। খুব দ্রুতই তা ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়।


বিবিসি জানায়, সঙ্গীতের কোনো অভিজ্ঞতা ছাড়াই দুই বোন গানের জগতে এক দুর্দান্ত অধ্যায়ের সূচনা করেছেন। পরিচয় গোপন করার জন্য বোরকা পরে প্রকাশ্যে আসেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও