রাজনৈতিক উদ্দেশ্যে সংঘাত সৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে: ভারতের সেনাপ্রধান

প্রথম আলো প্রকাশিত: ০৭ মার্চ ২০২৪, ১৯:৩৩

রাজনৈতিক ও সামরিক লক্ষ্য পূরণ করতে গিয়ে বিভিন্ন দেশ নতুন করে সংঘাত সৃষ্টির পরিস্থিতি তৈরি করছে বলে মনে করেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। তিনি বলেছেন, ভূরাজনৈতিক চালচিত্র নজিরবিহীন পরিবর্তনের মুখে পড়েছে। আজকের দিনে কঠোর শক্তি প্রয়োগের আগ্রহ দেখাচ্ছে দেশগুলো।


আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিরক্ষাবিষয়ক সম্মেলনে এসব কথা বলেন মনোজ পান্ডে। তাঁর কথায়, ‘বিশ্বব্যবস্থায় দেশগুলো নিজেদের স্বার্থকেন্দ্রিক হয়ে উঠছে। এ ছাড়া নিজেদের নিরাপত্তার বিষয়ে তারা আধিপত্য বাড়াচ্ছে। বিষয়গুলো এখন সুস্পষ্ট হয়ে উঠেছে। বর্তমানে দেশগুলো নিজেদের স্বার্থ রক্ষায় তাদের মূল শক্তি ব্যবহারে আগ্রহ দেখাচ্ছে। রাজনৈতিক ও সামরিক স্বার্থ পূরণ করতে গিয়ে সংঘাতে ফেরার পরিস্থিতি তৈরি হচ্ছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও