You have reached your daily news limit

Please log in to continue


কল-রেডী: ৭ মার্চের সেই মাইক সংরক্ষণ করবে কে?

একাত্তরের ৭ই মার্চ, সেই উত্তাল সময়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসে দাঁড়ালেন মাইক্রোফোনের সামনে। সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হওয়া লাখো মানুষের উদ্দেশে বললেন, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।

যে মাইক্রোফোনে ভেসে সেই বজ্রকণ্ঠ দাবানলের মত ছড়িয়েছিল বাংলার পথে-প্রান্তরে, কল-রেডীর সেই মাইক, মাইক্রোফোন, স্ট্যান্ড এখন নষ্ট হতে চলেছে সংরক্ষণের অভাবে।

স্বাধীন বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে কেউ তা সংরক্ষণের উদ্যোগ নেয়নি বলে আক্ষেপ করলেন কল-রেডীর প্রতিষ্ঠাতা হরিপদ ঘোষের ছেলে সাগর ঘোষ, যিনি কোম্পানির বর্তমান পরিচালক।

আর তার ভাই বিশ্বনাথ ঘোষ বললেন, ‘দেশে যথাযথ মর্যাদা না পাওয়ায়’ নিলামের জন্য ইতোমধ্যে জার্মানি পাঠানো হয়েছে ঐতিহাসিক সেই মাইক। বর্তমানে সেটি বিদেশে নিলামে তোলার প্রস্তুতি চলছে।

তবে সেটাই আসল মাইক কিনা, তা যাচাই করে সেই ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের কথা বলছেন গবেষকরা। জাদুঘরের মাধ্যমে সেগুলো সংরক্ষণেরও পরামর্শ দিচ্ছেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন