আম্বানির মতো ধনীদের উপহার হিসেবে কী দেওয়া যায়
এমন কাউকে না কাউকে আমরা প্রত্যেকেই চিনি, যাঁর অঢেল সম্পদ। সোজা বাংলায় যাকে বলে অতিধনী। তাঁদের কারও কারও সঙ্গে হয়তো আমাদের আত্মীয়তার সম্পর্কও থাকে। সংখ্যায় কম হলেও এ ধরনের লোকজনকেও তো মানুষ উপহার দেয়, সে ক্ষেত্রে উপহার হিসেবে তাঁরা কী বেছে নেন? ভারতীয় ব্যবসায়ী এবং বিশ্বের সবচেয়ে ধনীদের একজন মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক্–বিবাহ আনুষ্ঠানিকতা নিয়ে বেশ আলোচনা চলছে এখন। হলিউড–বলিউড তারকা থেকে শুরু করে বিল গেটস, মার্ক জাকারবার্গের মতো ধনকুবেরেরাও সেখানে আমন্ত্রিত অতিথি। ধরা যাক, এই অতিথির তালিকায় আপনিও আছেন। কোন উপহারটা কিনবেন আপনি? দেখে নিন যাঁর সব আছে, তাঁকে উপহার হিসেবে কী কী দেওয়া হয়।
সাধ্যের মধ্যে
https://images.prothomalo.com/prothomalo-bangla%2F2024-03%2Fa6c18f7e-a354-466a-92e3-44a6b74032a3%2Fjacobandcocom_222239922.webp?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=300&dpr=1.0আমাদের দেশে প্রভাবশালী ব্যক্তিকে নিজের গাছের কলাটা–মুলাটা কিংবা নদীর সবচেয়ে বড় মাছটা উপহার দেওয়ার চল আছে। তবে একে বেশির ভাগ ক্ষেত্রে উপহার না বলে আমরা বলি ‘ঘুষ’। ফলে এ প্রসঙ্গ বাদ। আমরা বরং নিখাদ উপহার প্রসঙ্গেই থাকি। এ ক্ষেত্রে ফুল কিংবা বই কিন্তু উপহার হিসেবে দারুণ। খুব সাধারণ মনে হলেও এই উপহার দুটি আপনি দিতে পারেন অনায়াসে। যিনি বই ভালোবাসেন, তিনি কোন বই পড়েছেন আর কোন বই পড়েননি, আগেভাগেই তা একটু কায়দা করে জেনে রাখতে পারলে ভালো।
- ট্যাগ:
- লাইফ
- বিয়ের উপহার