You have reached your daily news limit

Please log in to continue


চেহারা নিয়ে কটাক্ষ করেছিলেন আরেক অভিনেত্রী, প্রতিক্রিয়ায় যা বললেন ভাবনা

তিন বছর আগের কথা। অভিনেত্রী আশনা হাবীব ভাবনা তখন নতুন একটি সিনেমায় নাম লিখিয়েছেন। সেই সময়ে হঠাৎ তিনি পছন্দের এক জনপ্রিয় অভিনেত্রীর কাছ থেকে শুনতে পান বর্ণবৈষম্য নিয়ে কথা, যা ছিল ভাবনা ও তাঁর মায়ের সম্পর্কে। সেদিন ভাবনাকে শুনতে হয়েছিল, সে কীভাবে চিত্রনায়িকা হয়। তাঁকে ও তাঁর মাকে দেখতে অনেকটাই কাজের মেয়ের মতো।

সহকর্মীর মুখে এমন কথা শুনে সেদিন বাক্‌রুদ্ধ হয়ে যান ভাবনা। কারণ, এই সহকর্মীর সঙ্গে তাঁর প্রায়ই আড্ডা হয়, দেখা হয়, কথা হয়। তাঁদের মধ্যে সুসম্পর্ক ছিল। ভাবনা বলেন, ‘আমার বিনোদন অঙ্গনের কাছের কোনো সহকর্মী আমাকে নিয়ে এমন কথা বলবেন—এটা কখনো চিন্তাই করিনি। আমাকে সরাসরি অপমান করা বা ছোট করতে চাওয়া ছিল উদ্দেশ্য। কিন্তু এই অপমান, ছোট করা চেষ্টাগুলোই আমাকে শক্তি জুগিয়েছে। আমি কেন একের পর নায়িকা হচ্ছি—এটা সহ্য করতে পারে না কেউ কেউ। কিন্তু আমাকে যতই ছোট করুক, আমি কখনোই পেছনে তাকাইনি। আমি সব সময় চিন্তা করেছি নিজের যোগ্যতা দিয়ে সামনে এগিয়ে যেতে।’

সেই অভিনেত্রী সরাসরি ভাবনা ও তাঁর মায়ের সম্পর্কে বলেছিলেন, ‘ভাবনা কী করে নায়িকা হয়? ওর চেহারা তো পুরো ওর মায়ের মতো, আর ওর মা আমাদের বাসার কাজের মেয়ে রহিমার মতো।’–জানান ভাবনা। আক্ষেপ করে এই অভিনেত্রী বলেন, ‘আমাকে নিয়ে যে কেউ কোনো একটা মন্তব্য করতেই পারে। কিন্তু আমার মাকে কেন এমন অপমান করা। আমি চাইলে সেদিন সেই কথার জবাব দিয়ে দিতে পারতাম। কিন্তু দিইনি। আমার মা-বাবা আমাকে সেই শিক্ষা দেননি। কাউকে ছোট করে বড় হওয়া যায় না। আর আমাদের সহকর্মীদের মধ্যেই অনেকেই রয়েছেন অন্যদের নানাভাবে টেনে নামাতে চান।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন