বইমেলা: ‘বাণিজ্যের চেয়েও জরুরি একুশের বৈশিষ্ট্যে ফিরে যাওয়া’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৫
একুশের চেতনাকে ধারণ করে শুরু হওয়া বইমেলা এখন কতটা সেই চেতনার পথ ধরে হাঁটছে, তা নিয়ে প্রশ্ন অনেকের। শেষ হতে যাওয়া মেলায় অনেকের মধ্যেই এ নিয়ে হতাশার সুর।
দর্শনার্থী, লেখকদের অনেকে বলছেন-মেলায় এখন আর একুশের আমেজ পাওয়া যায় না। এ যেন কেবলই বইয়ের বাণিজ্যমেলায় রূপ নিয়েছে, বলছেন তাদের কেউ কেউ।
এক সময় বইমেলার তথ্যকেন্দ্র থেকে মাইকে নিয়মিত বাজানো হতো একুশের সেই অমর গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি'। মেলা প্রাঙ্গণে সেই গান এখন নিয়মিত বাজতে শোনা যায় না।
আগে বিভিন্ন সময় মেলা প্রাঙ্গণের বিভিন্ন চত্বরের নামকরণ করা হত ভাষা শহীদদের নামে। সেটিও এবার দেখা যায়নি। মেলায় ভাষা বিষয়ক বইয়ের প্রকাশও এ বছর হাতেগোনা।