হজের নিয়ম ভাঙলে ১৫ লাখ টাকা জরিমানাসহ কঠোর শাস্তি, জানাল সৌদি আরব
সৌদি আরবে হজের নিয়ম ভাঙলে গুনতে প্রায় ১৫ লাখ টাকা সমপরিমাণ জরিমানা। এমনটাই জানিয়েছে, সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছে, সৌদি আরবের বাসিন্দা এবং পর্যটকেরা যদি প্রয়োজনীয় অনুমতি ছাড়া হজের কার্যক্রম পালন করেন তবে তাদের বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ জরিমানা গুনতে হবে। একই সঙ্গে কারাদণ্ডও ভোগ করতে হবে।
সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের হজ মৌসুমে প্রয়োজনীয় অনুমতি ছাড়া কোনো সৌদি নাগরিক বা দেশটিতে বসবাসকারী কোনো ব্যক্তি এবং পর্যটকেরা যদি হজ কার্যক্রমে অংশগ্রহণ করেন তবে তাদের ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে। যা বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ৬৩ হাজার টাকারও বেশি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- জরিমানা
- হজ যাত্রী
- নিয়ম ভঙ্গ