গ্যালাক্সি এআই ফিচার আনছে স্যামসাং, যেসব ডিভাইসে মিলবে
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫১
অপারেটিং সিস্টেমের নতুন আপডেটের মাধ্যমে স্মার্টফোনসহ বিভিন্ন ডিভাইসে কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার আনার ঘোষণা দিল স্যামসাং। ‘গ্যালাক্সি এআই’ নামে ফিচারের সঙ্গে এই আপডেটে সার্চ টু সার্কেল, নোট অ্যাসিস্ট্যান্ট, লাইভ ট্র্যান্সলেট, ব্রাউজিং অ্যাসিস্টেন্টসহ বিভিন্ন ফিচারও থাকছে।
ফিচারটি গ্যালাক্সি এস ২৩ সিরিজ, এস ২৩ এফ ই, জেড ফোল্ড ৫, জেড ফোল্ড ৫ স্মার্টফোন মডেলগুলোয় নিয়ে আসা হবে। সেই সঙ্গে ট্যাব এস ৯ আলট্রা, ট্যাব এস ৯ প্লাস ও ট্যাব এস ৯ ট্যাবের মডেলগুলোয় ফিচারটি পাওয়া যাবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে