কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জন্মদাগ থেকে কি ক্যানসার হতে পারে

প্রথম আলো প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৬

অনেকেরই শরীরের বিভিন্ন স্থানে জন্মদাগ রয়েছে। এই দাগগুলো হতে পারে বাদামি, তামাটে, কালো, নীলচে, নীলচে ধূসর, গোলাপি, সাদা বা লালচে রঙের। হতে পারে এটি ত্বকের সাধারণ কোনো ‘দাগ’ কিংবা তিলের মতো একটু উঁচু কিছুও। কোনোটির বিস্তার হয় ত্বকের ভেতর পর্যন্তও। তিল হতে পারে একাধিক, বেশ কতগুলো তিল কাছাকাছি জায়গায়ও থাকতে পারে। কোনো জন্মদাগ মসৃণ, কোনোটা কোঁচকানো। সাধারণত জন্মদাগের কারণে জীবনধারায় ব্যাঘাত ঘটে না। বয়সের সঙ্গে সঙ্গে অনেকের ‘দাগ’ হালকাও হয়ে আসে।


জন্মদাগের রং কি বদলায়


সাধারণভাবে যেগুলো কেবল ‘দাগ’, সেগুলোর রং বদলায় না। তবে তিলের রং বদলায় নির্দিষ্ট কিছু সময়ে। শিশু যখন ঘরের বাইরে বেশি যায়, তখন রোদের সংস্পর্শে অধিক সময় থাকার কারণে তিলের রং বদলায়। কৈশোরেও তিলের রং বদলাতে পারে। মেয়েরা বড় হওয়ার পর যখন গর্ভধারণ করে, তখন তিলের রং বদলাতে পারে। জন্মনিয়ন্ত্রণ পিল খেলেও তিলের রং বদলায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও